ফাগুনের ঝিরি ঝিরি বাতাসেরা
আছড়ে পড়ে নারকেল পাতায়;
সুপারির বন মাথা নাড়ে
এক ঝাক পাখি এসে খেলছে
কৃষ্ণচূড়ার ডালে
মাছেদের পাত্তা নেই খুব বেশি
নদীতে জেলেদের জালে;
অলস দুপুর বেলা ছুটছে কিছু
কৌতুহলী বালক বালিকা
এদিক সেদিক খেলছে শুধু
কেবলি নাওয়া খাওয়া ফেলে;


নিজের ছেলে বেলা ফিরে আসে
সেই সব দেখে দেখে
ছেড়া ছেড়া পেঁজা তুলো মেঘগুলো
আকাশ ঘেষে উড়ছে ধীর বেগে
মনে হয় এভাবে ছুটছে ফাগুন
মাঠ ফাটা চৈত্রের দিকে;


আমি বলি থেকে যাও ফাগুন
তুমি আর কিছু কাল
তবে ভ্রমর পাখির ডাকে ঘুম
ভেঙে যেত আমার সকাল।