চারিদিকে ঘিনঘিন করছে মানুষ
গায়ে গায়ে লেগে আছে ভরা পেটের
বাস, ট্রেন জনাকীর্ণ শহরের ব্যস্ততম
কোন এক গলির মতো....


হ্যাঁ, সবাইতো আছে, ছড়ানো
ছিটানো শস্যবীজেরর মত উঠোনে
মাড়িয়ে যায় গিজগিজে অনুভূতিগুলো
তবু চারিদিকে শ্মশান, জনমানব শুন্য
মনে হয়। তবু কেউ নেই.. তুমি নেই..
কবিতারাও নেই....


শব্দেরা যেন করেছে আত্বহনন সব
কলরব নেই, পাতা ঝরে তবু নিঃশব্দে ।
যাকে চাই সে
সংকীর্ণ শীতে সাপের মত ঘুমিয়েছে
যেন কা'রো হৃদয়ের গর্তের ভেতর!


কাল কেউটের মত মারছে ছোবল
সময়, ফণা তুলে টানে নীরব মৃত্যুর দিকে
অস্ফুট স্বরে বর্তমান হয়ে যায় অতীত ।
সব ভবিষ্যতেরা ঘুরছে কাছেই তবু যেন
কেউ নেই ..তুমি নেই..কবিতারাও নেই...