পটল চেরা চোখেতে নয়
খুঁজেছি তোমার ও আগুন ঠোঁট থেকে
টিকরে পড়া আলোর রস পান করে হবো যে
আমি জীবন বদলে দেয়া প্রেম
যাকে যত্ন করে আদরে বজ্রপাতে ফোটালাম ও ফুল একবার
হেসে দেখো কান্নারা চলে গেছে নীল লীন হয়ে আছে ঘুমিয়ে
বুকের মেঘে এক রাতে যে শুয়েছিলো আকাশের সব ক'টা তারা
খসে খসে পড়েছিলো কাল দেখোনি তার তালুতে রাখা এক লাল মার্বেল
চলো খেলে আসি সবুজের আয়তাকার পীঠে এক বেলা আজ পেঁজা পেঁজা
তুলো হয়ে উড়ে যায় সব হাওয়াই মিঠের এ জীবন মিলিয়ে যাই চলো এক রাতে
দুঃখিনীর ঘর পোঁড়া বুকে একটু শান্তি দিয়ে আসি চলো আবার যুদ্ধ করি আজ ...