তোমার কবিতা ওড়ে মেঘের কপাট ছুড়ে
আকাশ গঙ্গা খুলে বাস্তবতা ভুলে কল্পনার
মহাকাশ খুঁড়ে উড়ে যায় তারও দূরে ঘুরে
আসো পুড়ে আসো সত্যের কার্বন মুড়ে মুড়ে
জুড়ে নাও সৎ মহৎ চেরাগ ফেলে এলে!
বেলে দো-আঁশ মাটিতে করো চাষ হাস ফাস
অস্থির মুছে সূচে গেথে নাও জীবনের আশ
এক রাশ মুগ্ধতা মহাসত্য যে কত উপভোগ্য
দেখো আর লেখো করো উজাড় সফেদ কাব্য
আলো এবং আঁধার সত্য মিথ্যা অনুভব করে
আনন্দ খুঁজে নাও তোমার শব্দ পূষ্প ভরে..