তুই ছাড়া ভা/ল লাগেনা
বোঝেনারে /এ অবুঝ মন
তুই ছাড়া বেঁ/চে থাকা যে
শুধু মূল্য/হীন এ জীবন।।


ভালোবাসে/ না কেউ রে আর
তুই নেই তাই রে/ পরাণ বধূ
কেউ বোঝেনা /কাউকে রে আর
ভুল বোঝেরে/ সবাই শুধু ।।
তুই) এই মন বুঝে/ছিলি কেবল
বুঝবে কে আর/ আছে এমন?


কালো মেয়ে/ ভাল ছিলি
আমার চোখে/খুবই সুন্দর
তোরি মতন/কেউ তো নেই আর
কার বল) এত ভাল/ আছে অন্তর ।।


ফিরে আয় কা/লো মেয়ে তুই
তোকেই বাসব/ আমি ভালো
আমার) প্রেমের প্রদীপ/তোকে ছাড়া
জ্বলেনারে/ দেয় না আলো ।।
আমায় বাঁচা/তে আয় প্রিয়া
নইলে দিয়ে/ যা রে মরণ।


ছন্দ: স্বরবৃৃত্ত
পর্ব : ৪+৪ মাত্রার