যে ক্ষুধা নিয়ে ঝাপিয়ে পড়ো জাপটে ধরো ও কামড়ে ধরো
মনে হয় গিলে খাবে পাহাড় নদী বাগান সামান্য তছনছ
হয়ে গেলেই নেতিয়ে পড়ো যুদ্ধের অস্ত্র যদি না থাকে সটান
কেন ঘোর কেটে যায় এক ফোটা জল খসে গেলেই পান
থেকে চুন কেন আবার গুষ্টি করো উদ্ধার হে বিবেকবান?
ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ তাই মায়া আর তুমি আমি সমান
সমান অপরাধীর পৃথিবীর 'পর ছুটে চলা এ কবি গান
অমর হয়ে আছে ও অমরার পথে পথে পাবো সে প্রমাণ
একদিন দেখবোই উগ্র বাসনাদের আগুনের স্থান ….।