ভাবনার তেমাথায় বসা এক কবি তাকে
ডেকে নিয়ে গেছে ষড় রিপু স্বচ্ছ ষড়যন্ত্রের
আনাগোনার যে ছবি ভাসছে কেবল ধবল
থেকে ধূসর মেটে রঙা ঘাই মারা ঘুড়ি এক
ওড়ে সংশয়ের বাতাসে ঊষর চেতনারা
কতদিন বাঁচে? কাঁচে খচিত কর্মের দূর্বল
দূর্গ গড়ে আমরা বেওয়ারিশ সব লাশে
ভরিয়েছি পুঁতি দুর্গন্ধময় মন নিয়ে সেজেছি
সরল মহান শুদ্ধ সফেদ মতবাদ কখন
হয়ে গেছে একগুঁয়ে আর অবাস্তবতার অঝর
অজড় করে তোলার প্রাণান্তকর ব্যর্থ দুঃসাধ্য
চেষ্টার নামান্তর কেবল!!