ভালোবাসার শোধ দেবে যে
বুঝিনি তা আগ বাড়িয়ে
পায়ে পায়ে ঝগড়া ধরে
মন নিতে চাও?যতন করে!
মন ফিরিয়ে দিলে সেদিন
বললে আমায় ঘৃণাই করো!
আদর করে বললে আমায়
তুমিই শুধু ভুল যে করো!!
সবাই করুক যায় কি আসে?
সবাই তোমায় ভালোই বাসে!
ঢিল ছুঁড়ুক কেউ ধৈর্য্য ধরো
তুমি কেন ছুৃঁড়লে মরো?
হচকচিয়ে আৎকে উঠে
নিজের হাতেই দিলাম কামড়
ভুল হয়েছে ভুল করেছি
খত দিয়ে নেই নিজের চামড়
ভুল তো শুধু আমিই করি
ভুল কি আর করে পামর?
ভুল করেছি আমিই সকল
সবাই খাঁটি আমিই নকল
ভালোবাসি বলতে গিয়েই
প্রথম শুরু ঘৃণার ছোবল
জানি না যে আর কত দিন
টানতে হবে ভুলের ধকল
ভুল হতে যেই বের হতে যাই
কেউ না কেউ মারছে কেবল
কবিতার পথ রুদ্ধ করে
বারেবারেই নিচ্ছে দখল!
ভুল হয়েছে বলছি আবার
আমায় তবে ক্ষমা করো
ভুল তো কারো হতেই পারে
আর হবে না এমনতরো..
ভালোবাসি বলবো আবার
যতই কাটো যতই মারো!
ভালোবাসি বলবো শুধুই
যতই আমায় দাও ফিরিয়ে
ভালোবাসার ফুল ফোটাবো
বাধার বাগান ঘাস নিড়িয়ে!
যাবই আমি তোমার কাছে
যত ঘৃণা সব মাড়িয়ে...!
তবু কি আর প্রিয় তুমি
থাকবে দূরে ঠায় দাঁড়িয়ে!..