বন্ধন যেন এক বন্ধনীর ন্যায়।
যেটা ভালো মন্দ সবকিছুকেই নিজ বক্ষ মাঝে আবদ্ধ করে রাখে।
আবদ্ধ করে রাখে কখনও মনের কুঠরিতে বা গভীর জলাশয়ের নিশ্চুপ নগরীতে।


যেন শ্বাস নিতে পেরেও
এক রুদ্ধকর পরিবেশ,
যেন সব শুরু না হয়েও
হয়ে যায় শেষ।


সোনালী আকাশতো রোজ হেঁসেই যায়
সেই আধার ফুরোবার পর,
গোধূলিতে রবি রাজা পতন যেন
কেটে নেয় গগনের ধ্বর।


এ বন্ধনীগুলো এমনই।
গোলকের মত "এক" হতে শুরু করে শেষ হয় "এক" এই।
তবে কিনা উপায় আছে, এ বন্ধনী ছিড়ে ফেলার। তখন কর্তিত মাথা হতে টিকটিকির লেজের ন্যায় জন্ম নিবে নতুন আরেক বন্ধন।


ঠিক যেন পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য সৌরজগতে পারি জমানো। সেখানে প্রাণের অস্তিত্ব থাকলেও বেঁচে থাকার গ্যারান্টি দিবে না কেউ।


না সেখানের কোন প্রাণী এসে নিজেদের ন্যায় আপন করে নিবে নতুন মেহমানকে।
যদি এ জগতে ও জগতের কেউ আসতো তবে কি তার স্বাচ্ছন্দ্য কেড়ে নেয়া হত না?