চাঁদনী রাতে কলম হাতে
বসলাম আমি আজ,
চেয়ে আছি চাঁদের দিকে
লিখবো তাহার রাজ।


বাক্যহীন এক সুন্দরী সে
নেইকো কোন সাজ,
মন পাখিদের তাহার প্রেমে
পাগল করাই কাজ।


সত্য কঠিন একটি গুণই
রয়েছে তাহার মাঝ,
দিনের আভায় উঁকি দিলেও
সময় তাহার সাঝ।


চাঁদনী রাতেও চাঁদের দেখা
পাই নি আমি আজ,
ভাবছি বসে হয়তো তাহার
এটাই আসল রাজ।