নিরবতা যেন ডেকে না নেয় জনহীন বিসন্নতা,
ভালোলাগা যেন না হয়ে যায় অন্তিম অপারগতা।
ভালোবাসা যেন না হারায় তার চিরচেনা ঐ রূপ,
হারিয়ে যাওয়া সব ফিরে পাওয়াতে সচেষ্ট মন খুব।


হৃদয়ের কিছু বাক্য থাকে ❝ না বলতে পারা কথা,❞
মুচকি হাঁসির রেশ রয়ে যায়, ভুলা যায় না ব্যথা।
এ যেন হারিয়ে বিদায় দেয়া
অভিমান করে যায় না ছোয়া,
ডুকরে উঠেও মুখ চেপে ধরা
হাঁসিটাও ছিল তোর'ই শোক-গাঁথা।