✍️
আমি চাইনি এ রাত,
হয়েছে প্রভাত,
ফোঁটেনি আলোর ফুল।


আমি চেয়েছি যে ❝ন্যায়❞,
ঘুচাতে অন্যায়,
এটাই বুঝি বড় ভুল।


আমি চাইবো যবে,
হবে না তবে,
হবে না কারও কথায়।


আমি চিৎকার করি,
কিবা সৎকার করি,
ঢুকবে না কারও মাথায়।


✍️
তুমি স্বাধীন এ দেশে প্রতিবাদী হলে
স্বেচ্ছাচারিতায় মত্ত্ব,
তুমি দ্বিধাহীন স্বরে উচিৎ কথায়
মৌলবাদীর ভক্ত।


তুমি হাল ছেড়ে দিয়ে ঘরে বসে থেকে
ঈমানের গান গাও,
তুমি পাল তুলে দেয়া নাওয়ের দোলায়
মিথ্যা শান্তি পাও।


তুমি ভুলে যেতে পারো, ভুলিনি আজও
সেই ঘন কালোরাত,
তুমি ছাত্র হয়েছো বলে, খেয়েছো গুলি
❝এ__আওর কিয়া বাত❞?