নির্মল বায়ুর ছোয়া,
শুষ্কতার বুকে উষ্ণতার আভাস যেন
মনে করিয়ে দেয় তোমারই নাম।


মৃদুমন্দ বাতাসে গুনগুনে ডাক,
ঝাপটাহীন আলোড়ে সামান্য নড়ে ওঠা কপালের কেশ,
আলতো ছোয়ায় মন খুঁজে পায়
তোমার আদরের.....দাম।


নড়তে থাকা পাতাগুলো,
নিঃশব্দ হাতছানি দিয়ে বুঝাতে চায়,
তার সময় এখন অনেক ভালো
ছুঁয়ে দেখার সামর্থ কারো নেই।


চাঁদতো মুচকি হাসে,
সে খুব ভালো করেই জানে,
তাকে ভালোবাসার অধিকার সবার থাকলেও
কাছে পাওয়ার অধিকার কারো নেই।


বাতাসের তালে হেলেদুলে ওঠা,
কচি ঘাসের ডগাগুলো আনন্দ-হিল্লোলে
একেকবার একেকদিকে লুটোপুটি খায়।


পাশ দিয়ে হেঁটে চলা মানুষগুলো,
তার দিকে তাকালেও কোন ভ্রুক্ষেপ নেই "কে যাচ্ছে চলে",
ঘার ফিরে তাকাবার সময় কোথায়?