চল হই আপন,
যাবো বিন্দাবন,
নেই রৌদ্দুতাপ
আছে মেঘ শ্রাবণ।


চল পাহাড় চড়ি,
ঐ আকাশ ধরি,
নেই রুক্ষপথ
আছে হাতসিঁড়ি।


চল পালতুলি,
শুনি নদবুলি,
নেই শব্দধাপ
আছে কুলকলি।


চল নীল ধূ-নে,
উঁড়ি মেঘ বনে,
নেই ধৈর্যচাপ
আছি দুইজনে।


চল ভাব করি,
মনে মন ধরি,
নেই সৃষ্টরাগ
আছো হৃদপরী।