পথিকের নজর যখন উপরে থাকে
তখন
সে আকাশটাই দেখে_আর ভাবে_


আহ!
কত সুন্দর এ আকাশ!
কত খোলামেলা_প্রশস্থ_নির্ঝঞ্ঝাট_


কিন্তু, বেশিক্ষণ তো আর
তাকিয়ে থাকা যায় না উপরে,
ঘাড়টা নেমে আসে অনায়াসেই।


তখনি_ছ্যাঁত করে ওঠে বুকটা
দুনিয়ার চিরচেনা এই চলনভঙ্গি দেখে_
দেখে থাকে কলুষিত চেহারায় ঘুরে বেড়াচ্ছে
নানান বস্তু তার চারপাশ ঘিরে।


যেন অশরীরী ছায়ায়_
দম আটকে হেঁচকি আসার উপক্রম,
নিঃশব্দ আর্তনাদ
গলা চিরে বেরুতে, হচ্ছে দিকভ্রান্ত-বিভ্রম_


সে সময় হয়তো ভাবারও শক্তি থাকে না_
কেন তাকালাম উপরে?
না তাকালে এতটা কষ্ট পেতে হত না।


অনেকগুলো "কেন" এসে
জড়িয়ে ধরবে তোমাকে আষ্টেপৃষ্টে,


শত চেষ্টা করেও
রেহাই পাবে না তার অত্যাচার থেকে,
পারবে না হাজারো চেষ্টায়
তাকে ভালো না বেসে বেঁচে থাকতে।


যেটা কেউ পারেও নি_
এই ক্ষণিকের ভুবনে আজ অবধি।