বিরাট শহরটা আজ একটুখানি,
পুরনো স্মৃতিগুলো ঝাপসা প্রায়,


তবু মাঝে-সাঝে হাতরে বেড়াই
অগোছালো স্মৃতির মলিনপ্রায় পাতাগুলো,
উঁকি দিয়ে খানিক আঁখি মেলে
ফের ঘুমিয়ে যায় স্বপ্নের রঙ মাখা স্মৃতিগুলো।


প্রিয়মুখগুলো লুকিয়ে আছে
বিশাল সমুদ্রের অতল গহ্বরে  
বিরল ঝিনুকের ঠোঁটে উজ্জ্বল মুক্তোর ন্যায়,
সময়গুলো হারিয়ে গেছে
অজানা আশঙ্কায়, দুরু দুরু বুকটা
নিশ্চলা পথ বেয়ে করেছে অঝোর অশ্রু ব্যায়।


হাতছানি দিয়ে ডাকলে, দুর্লভ স্মৃতিগুলো
বৃদ্ধ পথিকের অগোছালো চুল নিয়ে
ড্যাবড্যাব করে তাকায়,
বিরাট শহরটা আজ একটুখানি
পুরনো স্মৃতিগুলো ঝাপসা প্রায়।