সম্পর্কগুলো কখনও
সচল অস্থির ন্যায় খুব স্বাচ্ছন্দ্যে পার করে দেয়
জীবনের নামহীন রাস্তাটা,
কখনও সম্পর্কের পিঠে কাধ ঠেকিয়ে আটকাতে হয়
উঁড়ে আসা কোন ঝড়ো-ঝাপ্টার বাধা।


বাধাগুলো কভু পরিচয়হীন
নাম না জানা কোন পাখির বেশে,
অজানা গন্তব্যে চলা কারেন্টের তার খাম্বার কোণে
নিজ মালিকানায় বাসা বাঁধে।


ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা
ভালোবাসার ঐ মানুষটার খালি চোখে তাকানো,
দৃষ্টির সামান্য ছোয়ায় স্নাত হওয়ার অপেক্ষায়,
পাখিটির সাথে ভাব বিনিময়, দিন পেরিয়ে সাঝ ঘনায়।


সেই চিরচেনা মুখ,
অচেনা পথিকের হঠাৎ চোখ আটকে যাওয়া,
খুব প্রিয় কাউকে কিছু না বলতে পারার চাহনি,
শেষ নিঃশ্বাসে আটকে থাকা আশা, হুট করে সব চুরমার হয়ে যায়।


বহুদিনের কাঙ্খিত চাওয়া
দুর্বল হৃদয়ের ক্লান্তি, এক নজরের প্রশান্তি,
বাধা হয়ে দাঁড়ায় পাশে থাকা কোন নির্ভরতার হাত,
যতই আপন ভেবে থাকি, সেটাই মূলত বাধ।


সম্পর্কগুলো শুধু মনে রাখা কিংবা ভুলে যাওয়া
কোন সূরহীন কল্প নয়,
সম্পর্কগুলো কভু চৌচির হয়ে সেথা হতে কোন
নতুন জীবনের গল্প হয়।