ক্ষণজন্মা পৃথিবীতে
একবার জন্ম নিয়েও বারবার জন্ম নিতে হয়,
নতুন করে বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে।


অঙ্কুরিত বীজ ঠাই খোঁজার মূহুর্তে
কোন অভাগার চপ্পল এসে,
মিশিয়ে দিয়ে যায় মাটির অভ্যন্তরে।


কোমড় সোজা করার ন্যূনতম আশা
ফুস! করে উড়ে যেতে চায়,
ফিরে যেতে চায় ধুলো-মাটির বাহুডোরে।


জন্মতেই প্রতিজন্ম!
                    যার জন্ম মাটিতেই হয়,
তাকে মাটিতে মিশাবার সাধ্য কারো নয়।


তাইতো;
না চাইলেও ঘাড় সোজা করে দাঁড়াতে হয়
পৃথিবীকে চেনানোর জন্য ❝আমি কে❞?


আমিতো সেইজন!
যার জন্ম এইদিন হতে শুরু করে
হয়ে যাচ্ছি প্রতিক্ষণে!