হৃদয় গভীরে ক্রুদ্ধ শুলের মতন
বিঁধে যাচ্ছে কিছু অনাকাঙ্ক্ষিত ভাবনা।
রেহাই পেতে
আকুতি কাকুতি করছে মন, থামছে না কল্পনা।


থরথর করে কেঁপে উঠা কলিজাটা, স্নায়বিক অস্থিহীন,
কিছু সময়ের জন্য আমি নির্বাক, শক্তিহীন।


যা হবার তা হবেই।
পরিবর্তনের চিন্তায় মগজের সুতোগুলো আরও জটিল করে কোন লাভ নেই।


বারবার বোঝাচ্ছি নিজেকে একটি কথা,
ছেলেবেলার স্বপ্ন,
বহু বছরের সাধনা,
অগোছালো মনকে প্রস্তুত করা,
সবকিছু ছিলো ভুলে থাকার জন্য এ ব্যথা।


তাই দোয়া চাই শুধু বিধাতার তরে,
হাজারো ভাবনার সাগরে
তলিয়ে না যাই আমি,
ভুলবসত নিজেকে হারিয়ে
খাবি খাওয়ার শঙ্কায় শুরুতেই না হেরে বসি।