তোমার হাতে ধরে জীবনের অলিগলি ঘুরে বেড়ানোর কথা ছিল। কথা ছিল অনেক অলিখিত স্বপ্নকে বাস্তবে রঙ্গিন ফানুশের রূপ দিতে। যে ফানুস উড়ে বেড়াবে দুনিয়ার সকল প্রান্ত জুড়ে।


এই হয়তো উঁচু পাহাড়ের ঘন ঝোপঝাড়ে, চাঁদনী রাতে আছড়ে পড়বে পরিতৃপ্ত প্রেমের স্বপ্ন-পরী হয়ে। এই হয়তো সমুদ্র অববাহিকায় যাদুর ভেলায় চরে অংশ নেবে দিগন্তের মান-অভিমানে। সাড়া জাগাবে শতাব্দীর শ্রেষ্ঠ প্রেম কাহিনির অতুল্য রূপকথাতে! মনোযোগ কুড়াবে প্রেয়সীর অতৃপ্ত স্পর্শ কাছে টানতে।


কথা ছিল খোলা আকাশের নিচে পুর্নিমার রজনীতে, এক জোড়া ফানুস একাকার হয়ে যাবে। অতি কাঙ্ক্ষিত স্বর্গের গন্তব্যে একত্রে পথ চলবে। যে স্বর্গ অপেক্ষায় থাকবে রঙ্গিন স্বপ্নগুলো বাস্তবায়নের। যা  আজ পর্যন্ত কোন দৃষ্টি অবলোকন করেনি, কোন জিহ্বা ব্যক্ত করেনি, কোন হৃদয় কল্পনাও করেনি। যে স্বপ্ন তোমায় বিনে আধুরা'ই (অপূর্নাঙ্গ) রয়ে গেল।


এর পূর্ণতার অপেক্ষায় চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন এক অভাগা। যে অপূর্ণতা স্বপ্নগুলোকে গোগ্রাসে গিলে ফেলেছে, সে স্বপ্ন আর বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই। হারিয়েছে তার রঙ, হারিয়েছে তার প্রতি আকুলতা, হারিয়েছে তাকে পাবার অদম্য ইচ্ছে।


আজ স্বপ্নই স্বপ্ন-দেখুক অভাগাকে নিয়ে। সে স্বপ্ন উপস্থাপিত হোক জীবনের দৌড়ে নতুন কোন গন্তব্য নিয়ে। যেখানে খোলা আকাশে মেঘমালা রাজ্যে দু'টি পাখি ব্যস্ত হবে একে-অপরকে পরিতৃপ্তির আলিঙ্গনে। খুনশুটিতে ভুলে যাবে জীবনের সব পাপ, ইতিকথা। ব্যস্ত হবে পরস্পরে ভবিষ্যত গল্প রচনা লিখতে। 🥰