ভুলগুলো ভুলে গেছি
ভুলভাল, মিছেমিছি,
ভুল হত কত প্রিয় মোক্ষমে,
ভুলগুলো ছেড়ে দিয়ে
শিরা ধমনীর প্যাঁচে
আহত হৃদয় কাঁদে অক্ষণে।


ভুলগুলো হাতছাড়া
ভুল হলে কান-ধরা
ভুলগুলো ছিল সব সত্যি,
ভুলবিনে দিন পার
কিছু হলে চেপে ঘার
ঘরে নিয়ে যেত এক দৈত্যি।


ভুলগুলো নয় ভুল
ভুল করে ছোড়া ধুল
ভুল ছিল ভুত সেজে বাহুডোর,
ভুলগুলো ভুল ছিল
দৌড়ে কয়েক কিলো
হাফ ছেড়ে ফের ছুট ভৌ-দৌড়।


ভুলগুলো মিশে গেছে
ভুল ছিল আগে পিছে
ভুল হত ঢিল ছোড়া চাঁক খুঁজে,
ভুলমনে ভুল করে
ঘণ্টি বাজিয়ে ছুটে
চুপ করে লুকাতাম মুখ বুজে।


ভুলগুলো ভালো লাগে
ভুল হত কত আগে
ভুল নিয়ে ছিল কত ঘটনা,
ভুলগুলো ছেড়ে দিয়ে
নতুনত্বের ধাচে
সব যেন হল মিছে রটনা।