নিস্তব্ধ রাত
গোল হয়ে বসা কিছু আত্মা, জমজমাট আড্ডাময়;
ঝিরঝিরে বাতাস,
পাশে বয়ে চলা চিকচিকে ঢেউ খেলা কোন জলাশয়।


হলদেটে আভা,
চোখ আটকে যাওয়া অদূরের ঐ সরু রাস্তার পানে;
ল্যাম্পপোস্ট গুলো,
পাশাপাশি দাঁড়িয়ে নিঃশব্দে বলে যাচ্ছে বন্ধুত্ব'র মানে।


আনমনা বসে
ভেবে চলেছি প্রতিক্ষণে, কিভাবে হতে পারি নির্বিকার!
এতোগুলো মন,
আঁকড়ে ধরতে যদি হতে পারতাম ল্যাম্পপোস্টের তার!


সময়ের সুতো
ছিড়ে গিয়ে ব্যস্ততায় অস্থির হবে এক মুঠো হৃদকম্পন,
কি দোষ হতো!
যদি জুড়ে থাকতো আজীবন, এ স্বার্থহীন বন্ধুত্বের বন্ধন।


অভাব বোধে
কুঁকড়ে ওঠা হৃদয়, প্রকম্পিত বারেবারে বন্ধুদের স্বরণে,
বুকভরা আশা,
সাত সমুদ্র ভালোবাসা রয় যেন এ জীবনে কিংবা মরণে।