সময় নদে চলছে তরী
করছে জীবন পার,
সকাল বিকেল সন্ধ্যে ঘণে
ফিরছে ফের আঁধার।


আঁধার কেটে দিচ্ছে উঁকি
রোজ প্রভাতের আলো,
সময় গেলে ক্লান্ত হয়ে
হচ্ছে আকাশ কালো।


কালোর মাঝেও শুভ্র হয়ে
ভাসছে চাঁদের আভা,
দিনের গগন স্বচ্ছ তবে
করছে রবির লাভা।


জীবন তটেও হচ্ছে এমন
করছে সময় খেলা,
এইতো হৃদয় ভগ্ন হবে
এইতো তাঁরার মেলা।


এটাই জীবন নেইতো কারণ
হয়তো বাঁধার তরী,
হাসি,কান্না,মান-অভিমান
দিচ্ছে সাগর পাড়ি।