বিয়ে যে ভাই কত্ত মজা
পোলাও-কোরমা মাংস,
বিয়ের দ্বারাই মিলে হৃদয়
মিলে উভয় বংশ।


পিতা-মাতার কথা মেনে
বিয়ে যারাই করে,
হাঁসি খুশি, সুখেই থাকে
সারা জীবন ভরে।


পালিয়ে গিয়ে খুঁজে যারা
শান্তি-সুখের ঠিকানা,
দুঃখ তাদের সঙ্গি হয় যে
পায়না সুখের নিশানা।


বিয়ে বাড়ির বীণায় যখন
শানাঈ শঙ্কা বাঁজে,
নববধূকে সাজানো হয়
অপরুপ সব সাজে।


কনের পিতা কনে-কে কখন
দিবেন বরকে সপে?
ভাবতে ভাবতেই বর এলো যে
নাকে রুমাল চেপে।


শালা-শালী সকলে মিলে
আটকালো পথ বরের,
এতো শালী দেখে যে বর
পানাহ চাইলো রবের।


হাজার টাকা খুইয়ে ছাড়লো
শালা-শালী সবে,
সবাইকে বর চিনে রাখলো
পরে বুঝাতে হবে।


কাজি সাহেব বর-কনেকে
কবুল পড়ালো যবে,
স্বামী-স্ত্রীর পবিত্র বন্ধন
জুড়লো যে এই ভবে।


বরকে নিয়ে খুশিতে যখন
সবাই করছে হৈ হৈ,
একটু পরেই ডাক উঠিলো
বরের জুতা কই?


খুঁজতে গিয়ে দেখলো চোরটি
বরের ছোট্ট শালী,
বখশিশ দিয়ে জুতা নিতেই
বরের পকেট খালি।


খাবার সময় সবার পাঁতে
গরু, মুরগি, খাসী,
মুখ ভরিয়ে পেট ভরিয়ে
খেয়ে সবাই খুশি।


বরের প্লেট সবাই খেয়ে
করলো যখন সাবাড়,
বরের পকেট পুরাই খালি
হাত ধোয়াবে-কে এবার!


ধার করে বর টাকা নিয়ে
শালীকে দিল যখন,
শালীও এসে হাঁসি মুখে
হাত ধোয়ালো তখন।


হাঁসি-আনন্দে পুরো বাড়ি
দুঃখে নাই যে কেউ,
অবশেষে বর আনিলো
লাল টুকটুকে বউ।