হায়রে টাকা টাকাই টাকা
টাকার তো নাই হাত পা,
সবাই ছুটে টাকার লাগি
যতই আসুক ঝাপটা।


টাকা হলেও টাকা লাগে
বলবে টাকায় হয় না,
বহুত মানুষ আছে শুধু
টাকার লাগি খায় না।


টাকা হলেই আকাশ দেখে
টাকা ছাড়া বাঁচে না,
টাকা ছাড়া বিলাই কুত্তা
কারও কথায় নাচে না।


টাকা হলেই রাজার হালে
ঠ্যাং এর উপর ঠ্যাং উঠায়,
কেউ বা আবার টাকার লাগি
রাস্তা ঘাটে ক্ষুর ঠেকায়।


টাকার গরম সবাই নরম
কেউ তো কিছু কয় না,
খুন, মহাগুম, ধর্ষণেতেও
তাহার কিছু হয় না।


টাকা হলেই পুলিশ উকিল
সবাই তোমার পকেটে,
যতই থাকুক মামলা তোমার
বাসায় যাইবা রকেটে।


টাকার পিছেই ছুটছে তারা
পায় না তাদের ক্লান্তি,
গরিব পেটেও লাথি মারে
টাকা হলেই শান্তি।