ভবঘুরে পথিক
অনিশ্চিত পথ চলে থমকে দাঁড়ায়
কোন রূপবতী প্রকৃতির ইশারা-তে,
অনিয়ন্ত্রিত হৃদয় আবেদন করে বারেবারে
ভালোবাসি বলে থেকে যেতে চায়,
ভুলে যেতে চায় ঘুরে আসা পথগুলো-কে।


রঙ বদলে প্রকৃতি
তির্যক চোখে মুচকি হাসে,
আবেদনে ঝরে পড়ে সম্মতির লক্ষণ,
যেন আপন করে নিতে চায় করিতে যতন।


ডুবিয়ে রাখতে চায় ঘোর মোহ জালে,
হারিয়ে না যাই কভু ফের কোন কালে,
চোখে-চোখ রেখে কাটাতে চায় বাকিটা জীবন,
যেন আপন করে নিতে চায় করিতে যতন।


নানান ভঙ্গিমায় হেসে-খেলে,
নৃত্য করে আকাশে মেঘ-ডানা মেলে,
উষ্ণ-সোহাগে করে কপোলে চুম্বন,
যেন আপন করে নিতে চায় করিতে যতন।