ভাষা
মনের আকুলি
কলি বানিয়ে বুলিরুপে জানিয়ে দেয়।


ভাষা
চাহিদা কাকলী
শব্দ যোজনে বাক্য বানিয়ে নেয়।


পথহারা মানুষের অনিশ্চিত
দেমাগে ঘুরপাক খায় এলোমেলো শব্দ,
কত শত-পথেও পা বাড়িয়ে
গন্তব্য খুঁজে না পাওয়ায় হ-য-ব-র-ল বাক্য।


সভ্য সমাজের পূর্বাহ্নে,
ভাষা জাগতিকের নিশ্চিহ্নে,


নানাবিধ
কণ্ঠ নির্গত, পাথর ঘর্ষণের আওয়াজই ছিল
বাক্যালাপের মাধ্যম।
ভাষাবিদ
ঐ জ্ঞানীদের দ্বারে, প্রচ্ছন্ন হৃদয়ের ভাব প্রকাশে
কোনটি আসলে উত্তম?