আমপাতা জোড়া জোড়া
মাস পোহালে পয়লা তাড়া।
ঢাকের তালে বাইশ এলে,
নাচব সবাই দুলকি চালে।


হালের ছাতা বিকেল পাতা
মাথায় কদম সজনে ডাঁটা,
হিসাব নিকাশ ভুলে ফেলো
নতুন খাতায় এগিয়ে চলো।


পেটকি মাছের মুড়ো জাগে
শিবের নাচন দেখতে লাগে;
তা ধিন ধিনা ধিন তা
গুনতে থাকো দিনটা।।