বাঁজা প্রহরের মত তোমার নজর,
হাঁসের শরীর যেন চামড়ার র‌্যাক।
বেঁধো ছেলেটাকে খুঁটে সারে বাসি ট্যাগ;
বুড়ো আয়াটির রোজ তাসের বাসর
দিনে দিনে আয়ু বেড়ে জমছে প্রসর।


কঠিন রোগের যাম পাগ-পাগল ব্যারাম,
নাবিকের হাত ক্ষয় কাঠ-রোদের ধরন
রোগীর কাজের ধার কাঁপ-লাগা জ্যোত্স্না যেমন।
দুপুরেতে ছড়া দেয় হাড়ের নরম
সধবার ব্রতবার নিশীথ যাপন।


চেপে ধরা ক্ষতগুলো
ফুৎকারে মন গেলো।
সখাদ প্রেমিক ভোগ
প্রাণের আরাম হোক।