সুউচ্চ মন্ঞ্চে বজ্র কন্ঠে শোনা যাইতেছে ঐ বিদ্রোহী ভাষন
ছাত্র শ্রমিক কৃষক মুচি সর্ব স্তরের একই নীতি
আজ নামিয়াছে যুদ্ধের ঢল,


কর্ণ কনিষ্ঠ ধপাধপি মূমুর্ষ দেশের বঙ্গভাষীর
মাতৃভাষার চরণ তলে শির লুটিয়ে আশীর্বাদ নিয়ে
করিতেছে পন জীবন করিবে বিলীন
বঙ্গমায়ের ভাষার তরে ৷


সীমাহীন প্রাণ এক সাগর রক্ত
কত মা-দিদির মুল ধনের পরে
আত্মত্যাগ আর ভালবাসায় পেয়েছি মোরা বঙ্গমাকে ফিরে,
কালজয়ী সেই দুর্ধর্ষ দিনের সকল শহীদ মুরতাদের স্মৃতি
বিনয়ী নম্র শ্রদ্ধায় আজ মন্ডু করি অবনতি ৷


তবে কিসের তরে পাল নামিয়ে ভুলে যাইতেছি তাদের আত্মগীতি
লান্চিত হইতেছে আজ বঙ্গভাষা ইংলিশ বাণীর মিশৃতি,
ছাত্র সমাজ কোথায় তোমরা? কোথায় তোমরা হে বঙ্গভাষী?
যে ভাষার তরে প্রাণ বিলিয়েছে কত শহীদ জব্বারের মত
তোমাদেরও সেই একিই রক্ত শক্ত হাতে অস্ত্র ধর,


পাল উঠিয়ে ভরা সাগরে সুধাও এবার মুক্ত কন্ঠে
অগ্নির ন্যায় শ্রাবণ ধারায় আধার রাতের দ্বিপ্রহরে
হে একুশে বঙ্গভাষী তোমাদের তরে নিবেদিত প্রাণ মোরা তোমাদেরিই পথে নামি ৷