ভিরেছে মোর তরি আজ এক ঘাট বেয়ে এই রোগ ব্যাধির হাটে
যেথায় করে খেলা বসায়ে জ্ঞানের মেলা
সকাল সকাল আসি ছুটে দেখিতে তাহাদের জ্ঞানের জুতি,
যদিবা জুটে সেই জ্ঞানের কলসি থেকে
স্বল্প ঠান্ডা পানি মোর তৃষ্ণার তরে৷


ডাঃ সুমন স্যার সেই সাবার উর্ধ্বে যিনি
তাহার মশালের নিচে বসে পিড়ি পেতে
আলোকিত এই ঘর মাঝারে কতক মোদের চোখের মনি
তাহার আলোর রশ্নি ধরে জলছে তারাও দিবসযামী৷


ডাঃ শিমুল স্যার মোদের সবার আগে এসে
জ্ঞানের তৃষ্ণা তাহার মাঝে অধ্যবসায় সাজায়ে তহারে
ওয়াড খানি তার হৃদয়ের বিন্দু নাহি দিতে চায় ভাগ কারো মাঝে
শেষ অব্দি কাটায় সে যে আপন মনে রোগীর সেবার তরে৷


ডাঃ আসিফ স্যার মোদের একিই কেন্দ্রস্থলে
ধর্মপরায়ন হস্তে তাহার অসাদ্ধ গতি চলে,
শীরে তাহার অসীম সিন্দুক মুক্তায় ভরা জাদুর ঝিনুক
রোগীর বারে চালায়ে হস্ত সস্থি মিলে মনে৷


ডাঃ মেশকাত স্যার মোদের বিদ্রোহী বীর বেশে
হাজারো বাধা আসলেও তাহার শীর নাহি নত করে,
সুক্ষ তাহার কাজের ধারা অতুলনীয় মধ্যপন্থা
মনের খোরাক মেটাতে সে যে ম্যাডিটেশনে বসে৷


ডাঃ তাহের স্যার মোদের ভাবনা প্রমুখ চোখে
শীতল তাহার মগজখানি সাহিত্য পাতায় ফুটায়ে তিনি
ভালবাসায় তাহার কলমের কালি সাদা পাতার কাগজখানি
সকল কিছুর উর্ধ্বে তিনি কবিত্ব হৃদয় রাখে
হরেক রকম জ্ঞানের মেলা বসে এই মেডিসিন ওয়ার্ডে৷