রাত্রি হলেই গুরুম গুরুম
কারেন্ট মামা দিয়েছে ঘুম
অন্ধকারে যাচ্ছে ডুবে
শহর ফাটানো রাস্তা
এরই ফাকে মারছে হায়েনা
নিরহ সব আত্না ৷


অলি গলি রাস্তার ধারে
বেধেছে ঘর সব কীট পতঙ্গে
সুযোগ পেলেই মশার মত
হায়েনার শুল দেয় ঢুকিয়ে ৷


চোখে নাহি আসে ঘুম
গায়ে খারা হয়ে সব লোম
তড়িৎ তড়াৎ আখি দুটি মোর
খুজে আলোর রাস্তা
কখন জানি দেয়গো হানা
হায়েনার দলের বাচ্চা ৷