কম্পিত মোর হিয়া ভিরু ভিরু আখি মেলে  
কি দিয়া সাজাইবো মোরে   
  কিছু নাহি আছে মোর তরে,     
  শিকড়ে মোর রহিয়াছে ছিদ্র    
    রহিয়াছে কতক ময়লা বর্জ্য       
  ঝড়া পাতায় লিখিয়া পদ্য          
সুধাই বিশ্ববারে ৷


   লেখাপড়ায় মোর অসাধ্য ক্ষত  
    নাহি ছিল মোর মায়ার বর্ম,     
   জুটিলো সবে বক্ষ জুড়ে       
   অতিতের সব ক্লান্তি ভুলে         
    কি দিয়া সাজাইবো তারে            
   নাহিবা ভরায়ে নিজের তরে  ৷    


  ঘাটের খড়ি বস্ত্র ঝুড়ি    
    রহিয়াছে মোর কলমখানি       
   নাহি আছে মোর দালান কোঠা         
   নাহি আছে মোর টাকা কুড়ি ,          
    সম্বল মোর ঝড়া পাতাখানি         
   হস্তের দ্বারে কলমের কালি      
   বিধাতা যদি কৃপা করিয়া       
ভরায় মোর বক্ষ মুলে ৷       


যদিবা জুটে মোর স্বল্প হাসি    
  পেটের তরে ছেড়া রুটি    
    হীনতা ভরা হৃদয় আমার     
      নাহি চায় বেশি নিজের তরে,      
     মোর দেহ শাখায় রহিয়াছে কতক    
        নত শীর মোর স্রষ্টাবারে     
  ধুলোয় লুটিয়ে পরে ৷