জন্মেছি  এই উৎকৃষ্ট ভবে  
  নিৎকৃষ্ট হইয়া সমাজ বারে
   জন্ম যেন অজন্ম পাপ মোর
    হৃদয় ফাটিয়া অশ্রু ঝরে,
     সবিই আছে মোর তবু নাইতো কেও একজন
শুন্যতা ঘেরা মোর দেহখানি       
   অভাবে কাতরে মরে ৷


কাহার তরে ঝারিবো দুঃখ    
  জড়ায়ে জল চোখের কোনে
দুচোখ আমার নিথর বেশে    
      বেভুর ঘুমে যাচ্ছে তেড়ে,
বক্ষে মারিয়া বীষের খন্ঞ্জন    
বিষাক্ত আজ মোর দেহ রন্ঞ্জন
   যে বিধি গড়ায়েছেন মোরে       
  সেই যে মোর বিপক্ষ বারে ৷


নাহি মিলিবে সুন্দর জীবন
  নাহিবা কোন ধন রতন
সবিই শুধু শুল্ক পক্ষের তরে      
আমার তরে অসীম সাগর,
  ডুবাইয়া বাসায় মোরে      
   বিধায়ে তীর বক্ষ চিরে
নাহি আছে সুখ নাহি আছে শান্তি
জন্মেছি ভবে দুঃখের তরে ৷


হস্তখানি মোর করায়ে সুক্ষ  
  কলম বাধিয়া তাহার পানে,
   হীন মন আজ কান্দে বারং বার
        পাঠায়েছেন বিধি তাহার তরে  
  হিয়ার ভাজে তৃক্ষ্ণ সুচে ছিদ্র করিতে মোরে ৷