ব্রক্ষপুত্র সেই এমনি নদী  প্রশান্ত যাহার প্রাণ       সুন্দর্য্যময় আর রুপ রসে ভরায় রহিয়াছিল অসীম কাল ,      
বহিয়াছে কত  ক্রোশ সুরের ন্যায় বিদুৎ বেগে কলকলাকল শব্দে তাহার  মন জুরাইতো সর্বক্ষনে ৷


 নাচিয়া নাচিয়া মাতাল করিত  আকাশ বাতাস লোকের হিয়া
সেই ব্রক্ষপুত্রের আজ হয়েছে ব্যাধি নিদারুন কষ্ঠে কাতর হইয়া ,
নাইতো তাহার চন্ঞ্চলানি পুর্ণিমার ন্যায় ঝলক মনি
ক্ষুদার্থ আজ ব্রক্ষপুত্র  কেও দেখে না চাহি ফিরি ৷           


 যেই পিতা দিয়েছে জন্ম যমুনার মত জলধারা     সেই পিতা আজ নিঃস্ব বেশে পথের কোনে  
সবিই আজ মিছে মায়া ,
হাজারো ক্ষুদা পেটে তাহার শুকে কষ্টে শ্রাবণ ঝরে            
কেঁদে কেঁদে হয় যে সাগর তবু নাহি তার অন্ন জুটে ৷         


  মরিচা ধরেছে সুন্দর রুপে  চরের ন্যায় দূর পাথারে
সবাই আজ অন্ধ বেশে কেও দেখে না চাহি ফিরে ৷