মিহি ডালের চিকন পাতায়
   সরসরে নাচে আলতো হাওয়ায়
     ধরেছে সং সর্বাঙ্গে
       ইউক্যালিপটাসের গাছে,
      তাইনা দেখে আকাশমনি ভায়া
      চাল ভিজিছে গালে।


চার হাত তুলে কলাগাছ মামা
    সুধায় উর্ধ্ববারে
     ও আকাশমনি ভায়া রাগ করোনা
        ইউক্যালিপটাসের গজিয়েছে ডানা
     আষাঢ় মাসের তুফান আসলেই
    পড়বে ভেঙ্গে মুচড়ে,
   তাইনা শুনে আকাশমনি ভায়া
ঝরঝরিয়ে গান ধরে।


রাগের বসে ইউক্যালিপটাস ভায়া
  বলছে কলাগাছকে
     ভেঙ্গে মুচড়ে পরলেও আমি
       পরবো তোর গাড়ে,
     কলাগাছ মামা মৃদু হেসে মাথা নেড়ে বলে
    আমি ভাঙ্গলে চেংড়া হবো
তুইতো যাবি মরে।