ভালোবাসা, - সে তো
হৃদয়ে অহর্নিশ আঁচড় কেটেছে,
তবু সঞ্চিতার দেখা মেলেনি।
মোনালিসায় শিহরিত ভিঞ্চি,
জীবনানন্দের প্রশান্তি বনলতা সেন,
রবিকায় মুগ্ধ ইন্দিরা দেবী,
প্রমীলার ফাগুনে নজরুল  ।
অথচ তিরিশ খানা বসন্ত পেরিয়ে  -
আজও অম্বরীশের যাযাবর জীবন।
সঞ্চিতা কিংবা সঞ্চয়িতা বিহনে -
কবিতাগুলো গ্ল্যামার বিহীন।
লিখে চলেছে রুপরস-ব্যঞ্জনে,
কবি সভায় আজও তাই অনাহূত।
কোথাও একটা নিঃসীম শূন্যতা !
মমতাহীন, আবেগমুক্ত পংক্তির হাহাকার- এ,
অম্বরীশ'র মৃত্যু হ'ত ক্র্যাডিয়াসের যমালয়ে -
সেইন্ট ভ্যালেন্টিন নয় - এটা নিশ্চিত।
দ্বাবিংশতি'র আতিথ্যে হয়তো -
আজকের ভালোবাসাময় দিন নয়,
ঘৃণা দিন-পন্জিকার উপাখ্যানে -
এপিটাফে শুধু ঝরা পাতার স্তূপ ।