অনেক ইচ্ছেরা একসময়-
আমার বুকে  খেলা করত,
কোন কোন ইচ্ছে -
অর্ণব পুলিন পাড়ি দিয়ে,
খুব কাছাকাছি আসত ,
ফিসফিস করে কি সব -
এলোমেলো শব্দের খেলায় মেতে উঠত।
ঘুম ভেঙে কম্পিত কুরঙ্গীর মতো,
আমিও উন্মত্ত হয়ে উঠেছি।
কখনো কখনো অভিলাষা মন -
কংকর গিরি পেরিয়ে এসেছিল,
তখন জানি না কেন ?
আমি  -
আমার এ ঘামে ভেজা শরীরটা -
অচেনা শংকায় কুঁকড়ে যেত ,
চিৎকার করবার চেষ্টা করেও পারিনি,
যদি ওরা অভিমানে পালিয়ে যায় !
আর কখনও হয়তো আসবেই না,
বড় অদ্ভুত আমার অভীপ্সা !
ফাগুন বায়ে হয়তো প্রভাতী,
নয়তো অরুণ দাহে কপোতী।
ইচ্ছে নদীটা শুকিয়ে গেছে,
আর সেখানে রঙিন ছেঁড়া পাল উঠবে না,
কোনো নৌকোও হয়তো ভাসবে না ।
জল-জোছনাতে আমার প্রতিবিম্ব -
যদি কখনো দেখ -
তবে জেনে রেখ,
আমি অম্বরীশ প্রান্তরে -
তোমার ইচ্ছের লাল-নীল ঘুড়ি,
ভাসবে আমার প্রশস্ত বুকে।