প্রথম গুলিটা ছিল ফাঁকা আওয়াজ
দ্বিতীয় গুলিটা ঘাড়ে বাতাস দিয়েছিল
তৃতীয় গুলিটা বুক ভেদ করে
ধানক্ষেত আম্রকানন পেরিয়ে
পলাশীর প্রান্তরে রক্তক্ষরণে
সূর্যাস্ত দেখেছিল কালো মেঘের ডাক
বিশ্বাসঘাতকের পূনর্বাসন -
এই ভারতবর্ষ সূর্যের স্বভূমিতে।


আরও রক্ত চাই -
তোমরা আমাকে রক্ত দাও
আমি তোমাদের স্বাধীনতা দেব।


কে কে দেবে রক্ত? আর কে লাগাবে আগুন?
গোঁফওয়ালা মরদ নয়, চাই লেজ বিশিষ্ট নর।