অনেকটা রাস্তা জুড়ে খই ছড়ানো
ভোরের শব যাত্রার পথে…


এখন আর ক্রন্দন অথবা
কীর্তন করবার কেউ নেই,
যারা করতো তারা গেছে
অন্য কোথাও ভাড়ায়।


নিশাচর অভুক্ত পাখিরা
নিঃশব্দে আহার সারে,
তারপর উড়ে যায়
আলোর অন্ধকারে।


এভাবেই কেটে যায় দিন
ডানা মেলে একাকী রাত্রি!