(লিমেরিক)

তিনিই শিল্পী সাম্মানিকে আবৃত্তি করেন
উচ্চারণে খাসা, নামটি আশালতা সেন
টুকটাক লেখালেখি
ছবি আঁকে তাও দেখি
গুণী থাকে স্টুডিও পাড়া গল্ফগ্রীণ লেন।