আমি একটি ছোট্ট কুঁড়ি
আগামীতে ফুল হয়ে ফুটবো
আমার কোন নামকরণ হবে না
পূর্বপুরুষের রস বইছে শরীরে
তাঁদেরও কখনো কেউ দেয়নি কোন নাম
কেউ কেউ বলেন আগাছা
আবার কেউ বা বলেন ঘাসফুল,
অবহেলা আর অবজ্ঞার শাপমোচন
সম্ভব হয়ে ওঠেনি আজও।
মহানুভব রবি দিয়েছে জীবন
বার বার আমরা ফুটে উঠবো
তোমাদেরই অবজ্ঞার স্রোতে
নতুন দিনের প্রস্তাবনায় --
প্রস্ফুটিত হবো তোমাদেরই জন্য
রূপ-রস ও গন্ধের ঔদার্যতায়
জীবনকে ভালোবেসে ক্ষণিকের অতিথি!