বেশ অনেক দিন আগের কথা
সে সময় আমরা যুববাণীর দরজায়
বড় একটা লাইনে সবাই দাঁড়িয়ে
হঠাৎ এক অনামিকা এসে সরাসরি
ভেতরে ঢুকতে গেলে, বাধা দিয়ে বলি -
এটা কি ঠিক কাজ হবে দিদিভাই ?
পিছন থেকে লাইন দিয়ে আসুন,
প্রথম সারিতে আসার এটাই যে নিয়ম।
ঘাড় বেঁকিয়ে মুচকি হেসে বলেছিল -
তাই বুঝি! সেটা আপনাদের জন্য
আমার ক্ষেত্রে বেনিয়মটাই যে নিয়ম।
হিলতোলা জুতোর শব্দ মিলিয়ে যেতেই
লাইনে দাঁড়িয়ে থাকা অপদার্থ শিল্পীরদল
নিরাশ হয়ে বাড়ি ফিরেছিল সেদিন।
তারপর অনেকগুলি দিন কেটে গেছে
দুর্গাপূজা ঈদ বড়দিন পার ক'রে
আজ সে যুববাণী থেকে আকাশবাণীতে
আনন্দবাজারের ফোকাস, দূরদর্শনের টেলিকাষ্ট
সবকিছুতেই তার সুনাম ছড়িয়ে পড়েছে,
আর যারা লাইনে দাঁড়িয়ে ছিল
আজও সেইখানে একইভাবে দাঁড়িয়ে।
ভিতরে চলছে শিল্পী নির্বাচনের অডিশন...
কথায় কথায় আমার নাম বলা হয়নি
তবে নাম বলে লাভ নেই ভাই -
শ্যামাপদ চক্রবর্ত্তীকে যারা চেনেন
তাদের চোখ আজ লাল শালুতে বাঁধা!