আমার যত দুঃখ            তোমার যত সুখ
            জেনেছি পেতে বুক
স্বপন দেখা দিন            শুনিয়ে ছিল বীন
             দোঁহের কাছে ঋণ
দিনের শেষে রাত          সকল কাজে মাৎ
              বিরাম ছিল বাদ,
আজও নেই ছুটি           সবার জন্য রুটি
             কষ্ট গেছে টুটি
তোমার দেখা পথ         আমার যত মত
             পেয়েছি স্বর্ণরথ
বাগান গেছে ভরে       সোহাগ পূর্ণ করে
           অলস বেলা পরে।