কে বলে বাজারে কাজ নেই?
কাজ তো আছেই  -
নেই কাজ তো খই ভাজ
এই কাজে মোটামুটি সবাই পারদর্শী।


দেখবেন পথেঘাটে বাসে ট্রেনে
স্টেশনে অফিসে আদালতে
স্কুল-কলেজে মন্দির-মসজিদে
চায়ের দোকান থেকে ময়দানে
এমনকি বিধানসভার ঘরেও
মানুষ বক বক করেই চলেছে -
সেকি গলাবাজি, সেকি রোয়াপ
সকাল-সন্ধ্যে এমনকি রাতদুপুরেও
মানুষের কচর কচর চলছে তো চলছে,
বকতে বকতে চরম পর্যায়ে পৌঁছে
দালাল রেন্ডি শুয়ারের-বাচ্চা পাঁঠা
রামছাগল ভেড়ার পাল এমনকি
শালার ব্যাটা শালা-সুমুন্দি বলতেও ছাড়ে না,
বলার সময় কত্ত নাটক
হাত-পা ছুঁড়ে, গলা খেঁকিয়ে
চোখ রাঙিয়ে, টোন কেটে
একে অপরের গলা টেক্কা দিয়ে
দিনরাত চেঁচিয়েই চলছে।
এদিকে বাংলা বিহারীদের দখলে
মাড়োয়ারির পদাঘাত বাঙালীর পশ্চাতে,
চার অক্ষরেরা বুদ্ধিজীবীর তকমায়
জাপানী তেল মেখে খোস মেজাজে
"হাম কিসি সে কম নেহী, কম নেহী"!


এত কথার কি আছে বুঝি না!
আসল কথা যেটা, সেটা হলো
যে বলছেন, আর যাকে বলছেন
I am right, you are wrong
সবশালাই হামবড়া মাত্তব্বর,
আমি ঠিক আমি শ্রেষ্ঠ আমিই সতী
তুমি ভুল তুমিই গাড়ল তুমি ভন্ড।
এই যেমন আমাকেই ধরুন...
কেন আমি শুধু শুধু বকছি?
বকছি কি আর সাধে দাদা -
বিজ্ঞাপনে বাঙালীর ট্যালেন্ট দেখে!