আমি এখন আর আমি নেই
সম্পূর্ণ একা নিঃস্ব জীবন্ত শব
আমার চারপাশে অজানা ভাইরাস
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিড়ম্বনা।


হাত আছে কাজ নেই
কাজ আছে স্থান নেই
স্থান আছে মান নেই
নাই থাক্ মান, নেই অর্থও।


ঠান্ডা ভাতে নুন দিয়ে
চুমুক মেরেছি অসুখে;
সুখ কিনতে জ্বরে পুড়ে
ছাই হতে আর কত বাকি!


হাঁ বড় হতে হতে
আজ সম্পূর্ণ বিষপূর্ণ,
এখনই বিদায় নেবো
তোমাদের ভালোবাসা নিয়ে।