বাংলা আমার বাংলা তোমার
বাংলা মোদের মা,
দল বদলে কলুর বলদ
হয়ে যেও না।
যেটা হয় না দাদা গলা সাধা
খেয়াল কেন গাওয়া,
চাওয়া পাওয়া বুঝলে শুধু
বুঝলে না হাওয়া।
সবাই জানে কাহার গানে
চলছে আসর কত,
সবাই মানে কাহার বাণে
মরছে মানুষ শত।
হালের খেয়া পালে ওড়াও
মাঝ নদীতে ভাসো...
নিজের ভালো দশের ভালো
মা'কে ভালোবাসো।
..........................