খুব আস্তে আস্তে পা টিপে টিপে চলা
এক সময় দাঁড়াতে শেখা
তারপর আবার চলার শুরু
তার শেষ নেই, নেই বিশ্রাম।
সবকিছু হাতের নাগালে পাওয়া যাবে না জেনেও
আমরা এগিয়ে চলি তারই পিছনে পিছনে,
আঘাত-প্রতিঘাতে সংজ্ঞা যখন ফেরে
তখন বেলুনের হাওয়া শূন্য!
জীবনের মূল্য জীবনেরই কাছে
সময়ের মূল্য না-পাওয়ার মাঝে
আর বিশ্রামের মূল্য সকল কাজে
তাই মূল্যে আর অ-মূল্যে দ্বন্দ্ব,
এরই মাঝে আসে প্রেম আসে প্রীতি
কিছুই নয় চিরস্থায়ী, সবই একদিন স্মৃতি।