আজ কাব্যকে দিয়েছি ছুটি
সে আমাকে ভাবায়-পোড়ায়
চোখ রাঙাতেও ছাড়ে না,
রোজ রোজ তাকে নিয়ে ভাববো না
এবার থেকে নিজেকে নিয়েই ভাবি
এককথায় রাস্তা খুঁজি সঠিক পথের
কিন্তু পথ এঁকেবেঁকে হারিয়ে যায়,
ঠিক তখনই শব্দগুচ্ছ ধ্বনি তুলে
আমাকে বিদ্রুপ করে -
আর আমি সেইসকল শব্দগুচ্ছ থেকে
শব্দ চয়ন করে রচনা করি কাব্য,
তখন যে পথ আমি হারিয়ে ফেলেছিলাম
সেই পথের ঠিকানায় আমি হেঁটে চলেছি -
আঘাতের দাগ শরীরে তখনও স্পষ্ট
তবুও আমার আমিকে ছাড়তে পারি না
পারি না ওদের থেকে দূরে থাকতে
একি আমার পরাজয়!