আমি তোমার পক্ষ
অথচ তুমিই দ্বিপক্ষ,
খড়কুটোর মতো জীবন
ভাসমান বিন্দুসম বিকিরণ।


তবুও আসা-যাওয়ার মেলা
জোয়ার-ভাটার নিত্য খেলা...
লাল রঙের স্বপ্ন কথা সত্য
হাত বাড়ালে মেলে না সখ্য।


এখন সময়ের নেই কোন দাম
ফাঁকা বুলি হরে কৃষ্ণ হরে রাম,
বুকের মধ্যে নেই কোন ছবি
রাম ও রহিম বিলীন সবই!